সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

- Advertisement -

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করে। এটি অনেক বছরের স্টাবলিশডিএকটি বিষয়, যার ফলে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি সরকারিভাবে।

- Advertisement -google news follower

মন্ত্রী আরও বলেন, এক কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো: আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM