নগরীর পাড়া-মহল্লার অলি গলিতে চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে চট্টগ্রাম নগর জুড়ে শুরু হয়ে যায় পশু কোরবানি।

- Advertisement -

পাড়া-মহল্লার অলিতে-গলিতে অসংখ্য গরু-ছাগল কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসুল্লি। পশু কোরবানি করতে গিয়ে মানা হচ্ছে না সিটি করপোরেশনের বেঁধে দেওয়া নির্দেশনাও। এতে করে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৯ জুন) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

আন্দরকিল্লা,রাজাপুকুর লেইন, হাজারীলেইন, জামালখান,কাজির দেউরি,পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, আলকরণ, সদরঘাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, হামজারবাগ, অক্সিজেন, চকবাজার, দেওয়ানবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার অধিকাংশ পশু কোরবানি শেষ হয়ে গেছে। কোথাও কোথাও সকাল সাড়ে ৯টার মধ্যে গরুর মাংস বানানোর কাজও শেষ হয়ে গেছে।

- Advertisement -islamibank

পাথরঘাটা ইকবাল রোডের বাসিন্দা এনাম বলেন, আমাদের এলাকায় ঈদে জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষ হওয়ার সাথে সাথে এলাকার প্রায় সবাই কোরবানির পশু জবাই শুরু করেন। বাসায় জায়গা না থাকায় এলাকায় অনেকেই অলির রাস্তায় পশু জবাই করেছেন।

দেওয়ান বাজার এলাকার বাসিন্দা নুর হোসেন বলেন, আমার বাসায় পশু জবাই করার মতো জায়গা নেই। তাই রাস্তায় কোবারনির পশুটি জবাই করেছি।

এদিকে, কোরবানির পশুর মাংস বানাতে নগরীর বিভিন্ন স্থানে চোখে পড়ছে গ্রাম-গঞ্জ থেকে আসা মৌসুমি কসাইদের। তারা নগদ টাকার বিনিময়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে মাংস বানানোর কাজটি করছেন। কেউ কেউ টাকার সঙ্গে পাচ্ছেন মাংসও।

এছাড়া বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের ছুরি হাতে পাড়া-মহল্লায় গরু কোরবানি দিতে বিচরণ করতে দেখা গেছে।

সরেজমিনে বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, মেইন রাস্তায় পশু জবাই করছেন অনেকেই। এছাড়া অলি-গলিতে বা নিজেদের বাসার সামনেই কোরবানির পশু জবাই করতেও দেখা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM