দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিসিবি’র দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি।

- Advertisement -

চার পেসারকে দলে নিয়ে আহরার আমিনকে অধিনায়ক করে সোমবার (২৬ জুন) এই দল ঘোষণা করে বিসিবি।

- Advertisement -google news follower

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। বিশ্ব আসরের আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

টাইগার যুবাদের বিপক্ষে লড়তে জুলাইয়ে বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকার যুব দল। সিরিজটি অনুষ্ঠিত হবে খুলনা এবং রাজশাহীতে।

- Advertisement -islamibank

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ খেলতে ৩ জুলাই বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকার যুবারা। বাংলাদেশে পা রেখে সফরকারীরা চলে যাবে ম্যাচ ভেন্যু খুলনায়। সেখানে ৪ ও ৫ জুলাই অনুশীলন করবে তারা।

এরপর ৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়া যুবারা। ৯ এবং ১১ জুলাই সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রথম তিন ওয়ানডের পর শেষ দুই ম্যাচের জন্য ১২ জুলাই রাজশাহী যাবে সফরকারীরা। ১৪ জুলাই সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে এই দুই দল।

সর্বশেষ ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১৭ জুলাই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে ১৮ জুলাই বাংলাদেশ ছাড়বে প্রোটিয়া যুবারা।

বাংলাদেশ দল:

ওপেনিং ব্যাটার: আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক। মিডল অর্ডার ব্যাটার: আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাইম আহমেদ। স্পিনার: পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান। পেসার: তানভীর আহম্মেদ, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হোসাইন ইমন, মারুফ মৃধা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM