চট্টগ্রামের ১৭ ব্যবসায়ী সিআইপি নির্বাচিত

দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪০ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করেছে সরকার। এদের মধ্যে জয় নিউজবিডি ডট কমের প্রকাশক ও সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপনসহ চট্টগ্রামের ১৭ ব্যবসায়ী রয়েছেন।

- Advertisement -

নির্বাচিত ১৭ সিআইপি হলেন- হিমায়িত খাদ্য ক্যাটাগরিতে চান্দগাঁও মোহরা বাহির সিগন্যাল এলাকার প্যাসিফিক সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত, নীটওয়্যার (একক) ক্যাটাগরিতে ডবলমুরিং এলাকার ফোর এইচ ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে নাসিরাবাদ শিল্প এলাকার কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে জুবিলি রোডের ক্লিফটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে বায়েজিদ কুলগাঁও জালালাবাদের রিজী গ্রুপের চেয়ারম্যান মির্জা মো. জামশেদ আলী, টেক্সটাইল (ফেব্রিক্স) একক ক্যাটাগরিতে পটিয়ার কালারপুল এলাকার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের চেয়ারম্যান মিস সাহারা চৌধুরী।

- Advertisement -google news follower

বিবিধ (একক) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন কালুরঘাট বিসিক শিল্প এলাকার সানজি টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, পাহাড়তলী সাগরিকা রোড বিসিক শিল্প এলাকার মেরিন সেফটি সিস্টেমের ব্যবস্থাপনা অংশীদার কামাল উদ্দিন আহমেদ, সদরঘাট রোডের বিএসআরএম স্টিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, পাহাড়তলী সরাইপাড়া সাগরিকা রোডের মনির ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, পাহাড়তলী ডি.টি রোডের মেসার্স এন আর ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. নুর উদ্দিন, সীতাকুণ্ডের ভাটিয়ারীর নিয়ালকো এলয়েস লিমিটেডের চেয়ারম্যান গাজী মোকাররম আলী চৌধুরী।

ইপিজেডভুক্ত সি (একক) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন সিইপিজেড আর এম ইন্টারলাইনিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজহারুল হক, সিইপিজেড ইউনিটি এক্সেসরিজ (প্রা.) লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন, সিইপিজেড ইউনিটি স্টাইল অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান অহীদ সিরাজ চৌধুরী, সিইপিজেড প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

- Advertisement -islamibank

অন্যদিকে সিআইপি ট্রেডে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং পরিচালক মোহাম্মদ নুরুন নেওয়াজ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM