পলোগ্রাউন্ড মাঠে জড়ো হয়ে ছিনতাইয়ের ছক কষছিল এরা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের ভেতরে জড়ো হয়ে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোবাইল ছিতাইয়ের ছক কষছিলো সংঘবদ্ধ একটি ছিনতাইচক্র।

- Advertisement -

বুধবার (২০ এপ্রিল) রাতে সোর্সের মাধ্যমে এমন খবর পৌছে যায় পুলিশের কানে। টিম নিয়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটির ৮ সদস্যকে আটক করতে সক্ষম হয় কোতোয়ালী থানা পুলিশ।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন- আব্দুল কুদ্দুস রুবেল (২৮), মো. আব্দুল রাজ্জাক (২৮), মো. সাদ্দাম হোসেন (৩০), নুর নেওয়াজ (১৯), মো. শুক্কুর প্রকাশ মেহের (২২), মো. রায়হান প্রকাশ লালু (২০), মো. আলাউদ্দিন (২৭) ও মো. অপু (২১)।

আটককৃতরা সবাই চলন্ত বাসে মোবাইল ছিনতাইকাজে পারদর্শী জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, তারা নগরীর টাইগারপাস মোড়, লালখান বাজার মোড়, নিউমার্কেট মোড় ও আন্দরকিল্লা মোড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।

- Advertisement -islamibank

গোপনে খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটজন ছিনতাইকারীকে আটক করে টিম কোতোয়ালী।

আটকের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা চলন্ত বাসে মোবাইল ব্যবহারকারীদের টার্গেট করে জানালা দিয়ে সেকেন্ডেই মোবাইল নিয়ে মানুষের ভিড়ে মিশে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM