চট্টগ্রামে ২ দিনব্যাপী দরসুল কোরআন মাহফিল ১০ ফেব্রুয়ারি শুরু

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর উদ্যোগে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঐতিহাসিক ২০তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

- Advertisement -

এতে দেশীয় ও আন্তর্জাতিক বক্তারা উপস্থিত থাকবেন। দরসুল কোরআন মাহফিলে প্রতিবারের মতো ২ লক্ষাধিক লোকসমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

- Advertisement -google news follower

৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্ট এক সংবাদ সম্মেলনে দরসুল কোরআন মাহফিলের প্রস্তুতি কমিটি-২০২৩ সদস্য সচিব এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুইদিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে ১০ ফেব্রুয়ারি বিকেল ২টায় মহিলা মাহফিল এবং ১১ ফেব্রুয়ারি সকাল ৮ টায় শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

আয়োজকরা জানান, ইতোমধ্যে মাহফিলের চুড়ান্ত প্রস্ততি সম্পন্ন হয়েছে। এ মাহফিলকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়েই ধর্মানুরাগী মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছাস ও উৎসবমূখরতা পরিলক্ষিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক এইচ এম মুজিবুল হক শাকুর, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, সচিব স.ম হামেদ হোসাইন, মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, খান এ সবুর, স.ম শওকত আজিজ, লায়ন মোর্শেদ এমরান, এস এম আবু সাদেক ছিটু, মাওলানা ওয়াহেদ মুরাদ, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM