চীনে বাস উল্টে ২৭ জনের মৃত্যু, আহত ২০

চীনে বাস উল্টে ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

- Advertisement -

ওই বাসটি একটি কোভিড-১৯ কোয়ারেন্টিন ফ্যাসিলিটিতে যাচ্ছিল। তখন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌয়ে ওই বাসটি উল্টে যায়।

- Advertisement -google news follower

ওই দুর্ঘটনার পর অনলাইনে ক্ষোভ দেখায় চীনের নাগরিকরা। অনেকেই বেইজিংয়ের ‘জিরো-কোভিড’ পলিসির কড়া সমালোচনা করেন।

এই পলিসির আওতায় গণ টেস্টিং ও ট্র্যাকিং নিশ্চিত করছে চীনা কর্মকর্তারা। তাদের করোনা পজিটিভ এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে বা কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়।

- Advertisement -islamibank

হাতেগোনা কয়েকজন মানুষ আক্রান্ত হলেই পুরো একটি শহর লকডাউন করে দেয় চীনা কর্তৃপক্ষ। এদিকে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। রোববার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ উইচ্যাটে একটি কমেন্ট বেশ জনপ্রিয়তা লাভ করে। ওই মন্তব্যটি হচ্ছে, ‘আমরা সবাই ওই বাসে রয়েছি’। আরেকজন জানতে চান, এসব কবে বন্ধ হবে?’

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM