ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে তলিয়ে গেছে ১৪৮২ হেক্টর আমন, ৩৬৪ হেক্টর সবজি

ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলে আঘাত হানার পর চট্টগ্রামের ১৫ উপজেলায় রোপা আমনসহ শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -

গত সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর ঝড়ো হাওয়া আর মুসলধারে বৃষ্টিতে বাঁশখালী, সীতাকুণ্ড, আনোয়ারাসহ ১৫ উপজেলায় রোপা আমনের ক্ষতি হয়েছে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার ১৫ উপজেলায় প্রায় ১৪৮২ হেক্টর জমির রোপণকৃত আমন ফসল তলিয়ে গেছে। একই সাথে ৩৬৪ হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতি হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামে ১৫ উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬৩৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ১৪৮২ হেক্টর জমির রোপা আমন বাতাসে পড়ে নষ্ট হয়েছে। এছাড়া ৮ হাজার ১৫১ হেক্টর শীতকালীন সবজির মাঠের মধ্যে অন্তত ৩৬৪ হেক্টর জমির সবজি পড়ে নষ্ট হয়ে গেছে। আমনের বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী উপজেলায়। মোট ক্ষতির ১৪৮২ হেক্টর আমনের মধ্যে ৮০০ হেক্টর ক্ষতি হয়েছে বাঁশখালীতে। এরপর সীতাকুণ্ডে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আনোয়ারায় শক্সখ নদীর উপকূলীয় এলাকায় ১৫০ হেক্টর জমির সবজি ক্ষতি হয়েছে। বোয়ালখালীতে ২৫ হেক্টর জমির সবজি ক্ষতি হয়েছে।

- Advertisement -islamibank

তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে মাঠে কাজ করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামে ফসলের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যেক উপজেলা থেকে রিপোর্ট নিয়ে আমরা একটি ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করেছি।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM