রামুতে সড়কে ঝরল মাদ্রাসাশিক্ষকের প্রাণ

কক্সবাজারের রামুতে মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষে হেলাল উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত হেলাল কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টারপাড়া সুলতানিয়া নূরানী একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশনে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মধ্যে সংর্ঘষে গুরুতর আহত হন হেলাল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM