চট্টগ্রামে করোনা: একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ১৩৪৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন।

- Advertisement -

এদিন করোনায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। এদিকে মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৬ জন।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

সরকারি বিআইটিআইডিতে ৫১৯ নমুনায় ২৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯৩ নমুনায় ১৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ১৪২ নমুনায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি শেভরনে ৯২২ নমুনায় ৩০১ জন, ইম্পেরিয়ালে ৩৬৬ নমুনায় ১০৪ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৫৯ নমুনায় ১৯৩ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৬ নমুনায় ৬৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩০ নমুনায় ২৯ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১২৩ নমুনায় ৬০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১৯ নমুনায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

এছাড়া আরটিআরএলে ২৮ নমুনায় ১৬ জন ও এন্টিজেন টেস্টে ৩১২ নমুনায় ১০২ জনের দেহে এ জীবাণু পাওয়া যায়।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাবএইড এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্ত ৯১৯ জন নগর এলাকার ও ৪২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM