বিকল্প না থাকায় টিকে যাচ্ছেন ডমিঙ্গো

বাংলাদেশ দলের হেড কোচের চেয়ারটা রাসেল ডমিঙ্গোর জন্য অনেক দিন ধরেই নড়বড়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর আরও বেশি নাজুক অবস্থায় পৌঁছে। সম্প্রতি নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও ওই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শোনা যাচ্ছিল, বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ফিরে আসতে চলেছেন চন্ডিকা হাথুরুসিংহে।

- Advertisement -

তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া জালাল ইউনুস। তিনি জানান, আপাতত নিজের দায়িত্বে টিকে যাচ্ছেন ডমিঙ্গো। কারণ হিসেবে জালাল বলেছেন, হাতে বিকল্প কেউ নেই।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে তিনি চলে আসবেন। হেড কোচ কিন্তু এখন হাতে নেই।

কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’

- Advertisement -islamibank

সবকিছু নতুন করে সাজানোর কথা ছিল জানুয়ারিতে। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই নয়, নির্বাচকের মতো পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর জাতীয় দল চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে… এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছেন। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে… আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM