এখনই অবসর নয়, অধিনায়কত্ব বোর্ডের সিদ্ধান্ত: মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনই সরে যাওয়ার পরিকল্পনা নেই মাহমুদউল্লাহ রিয়াদের। তবে বিশ্বকাপের ভরাডুবির পর বাংলাদেশের অধিনায়ক থাকবেন কি-না সেই সিদ্ধান্ত নিজের নয় বলে মন্তব্য করেছেন। তার দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কত্ব ঠিক করবে।

- Advertisement -

মাহমুদউল্লাহ বলেছেন, ‘অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার। পারফরম্যান্স আদায় করার জন্য। সম্ভবত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল। পারফরম্যান্স আদায় করতে পারিনি। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসলে বোর্ড দেবে। এটা আমার হাতে নেই।’

- Advertisement -google news follower

জিম্বাবুয়ের হারারেতে ১৬ মাস পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরির পরপরই ম্যাচের তৃতীয় দিন ড্রেসিংরুমে নিজের অবসরের ঘোষণা দেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। কাছের মানুষদের বলেছিলেন, ‘নিজেকে প্রমাণ করে বিদায় বলেছেন তিনি।’

সাদা পোশাকে নিজেকে প্রমাণ করলেও টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সও ভালো নয়। এবারের বিশ্বকাপ তেমন কিছুই বলছে। ৮ ইনিংসে ১৬৯ রান, গড় ২৮.১৬, স্ট্রাইক রেট ১২০.৭১। সঙ্গে দলীয় ব্যর্থতা, অধিনায়কত্বের ব্যর্থতা তো আছেই। সব মিলিয়ে এ ফরম্যাটেও খারাপ সময় দেখে ফেলেছেন। তাহলে কি এবার বিদায় বলবেন? এমন প্রশ্ন করা হলে হাসিমুখে মাহমুদউল্লাহ জবাব দিয়েছেন, ‘না। এই মুহূর্তে ওরকম কিছু (টি-টোয়েন্টি থেকে অবসর) চিন্তা করছি না।‘

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM