হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

হাটহাজারী পৌরসভায় গ্যাস লাইনের পাইপ থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে চারটি দোকান পুড়ে গেছে।

- Advertisement -

সেমাবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদর ভূমি অফিসের দক্ষিণ পার্শ্বে ফেটে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সষ্প্রসারণ কাজ করার সময় হাটহাজারী উপজেলা সদর ভূমি অফিসের দক্ষিণ পার্শ্বে গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এর মধ্যে সকালে হঠাৎ ওই ফাইপ লাইনে অগ্নিকাণ্ড হয়। এতে মনসুর আলী, মো. খোকন মিয়া, মো. ফোরকান ও মো. রুস্তম আলীর পৃথক চারটি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাদেক হাসান। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM