বোয়ালখালীতে জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে র‌্যালি

বোয়ালখালীতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.)’র ৩১তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টায় বোয়ালখালী শাখা কমিটির ব্যবস্থাপনায় উপজেলা পরিয়দ চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

- Advertisement -google news follower

বোয়ালখালীতে জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে র‌্যালিবোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়কারী মো.জানে আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালীর সাবেক সাংগঠনিক সমন্বয়কারীর আহ্বায়ক মো.নুরুল করিম নুরু। এ র্যা লির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম।

বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়কারী মো. আবদুল আজিজ ভাণ্ডারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়কারী মো.নুরুল ইসলাম অডিটর, আল-সিরাজ ভাণ্ডারী, মো. নুরুল হক ফকির, মো. ফরিদ উদ্দীন আহমদ, সাবেক সাংগঠনিক সমন্বয়কারী নুরুল ইসলাম, সমাজসেবক আবুল হাশেম, বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন, মো. শাহনুর, আব্দুল মালেক ফকির, এম.এ মন্নান, নুরুল আবচার ও মো. ছাদেকুর রহমান।

- Advertisement -islamibank

বক্তারা বলেন, মানুষের মধ্যে তিনিই উত্তম যার দ্বারা মানবতার কল্যাণ হয়। প্রিয় নবীর (দ.) এ বাণীর সার্থক রূপকার হলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। তিনি যেমন শরীয়ত-তরিকতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তেমনি মানব সেবায়ও তাঁর অবদান অতুলনীয়।

বক্তারা শুক্রবার (১১ অক্টোবর) শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.)’র ৩১তম বার্ষিক ওরশ শরীফ সফল করার আহ্বান জানিয়েছেন

জয়নিউজ/শাহীনুর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM