স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে ধরা ৩

অপরাধ ডেস্ক :

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে প্রথম দিনের মৌখিক পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন তিন ভুয়া পরীক্ষার্থী।

- Advertisement -

বুধবার (৮ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে মৌখিক পরীক্ষার সময় তারা ধরা পড়েন।

- Advertisement -google news follower

আটকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার মো. ছাদেকুল ইসলামের চৌধুরীর ছেলে মো. জাবেদ ও লোহাগড়া উপজেলার সুখছড়ী এলাকার স্বজন দাশের ছেলে রনি দাশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য সহকারী পদে অন্যের হয়ে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে আসা তিন জনকে আটক করা হয়েছে। তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা আগামী ১৯ মে পর্যন্ত চলবে।

এর আগে গত ৩ মে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে আব্দুর রৌফ মিয়া নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে।

তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ এর অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM