রাউজানে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধারপাড়া এলাকায় খালের পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুকণ্যার মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে খালের পাড়ে মায়ের সাথে সবজি ক্ষেতে গেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত শিশুকল্যাটির নাম মাইমুনা আকতার রেখা। সে ওই পাড়ার আমিনুর রহমান কোম্পানির বাড়ির মোহাম্মদ আলী ড্রাইভারের কন্যা। দুই বোন এক ভাইয়ের মধ্যে শিশু কন্যা মাইমুনা ছিল পরিবারের তৃতীয় সন্তান।

স্থানীয় বাসিন্ধা আব্দুল হামিদ জানান, শিশু কন্যা মাইমুনা আকতার রেখাকে কোলে নিয়ে বাড়ির পাশে নিজেদের সবজি ক্ষেতে যান মা রাজু আকতার।

- Advertisement -islamibank

ফসল তোলার সময় মেয়েকে ক্ষেতের একপাশে বসিয়ে রাখেন। এক পর্যায়ে মায়ের অগোচরে শিশু মাইমুনা আকতার রেখা পাশ দিয়ে প্রবাহিত কাঠালবাঙ্গা কুল খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের কাঁঠালভাঙ্গা ব্রিজের পাশে তার ভাসমান দেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু রেখার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। খালে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় পুরো এলাকার বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM