নয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

তীব্র তাপদাহের পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। এর মধ্যে বেড়েছে বজ্রপাতের মাত্রাও। এক দিনে দেশের নয়টি জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

- Advertisement -

এর মধ্যে মাদারীপুরে দুইজন, শরীয়তপুরে দুইজন, হবিগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ভোলায় একজন করে মারা গেছেন।

- Advertisement -google news follower

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)। দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মাদারীপুর: মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জীব বল্লভ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বজ্রাহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামের আরও একজন।

- Advertisement -islamibank

অপরদিকে কালকিনিতে বজ্রপাতে জসিম হাওলাদার (৪০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম হাওলাদার ওই এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

হবিগঞ্জ: হবিগঞ্জে বজ্রপাতে বজ্রাঘাতে দানিছ মিয়া নামে (৫৫) এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে রাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে তার মৃত্যু হয়। বাহুবল থানার (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দানিছ মিয়া উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক। তিনি সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার স্বরমুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষক। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুরাদ মল্লিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়ার লকাই মল্লিকের ছেলে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে বজ্রপাতে দান কাটতে আসা এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক কৃষক। সোমবার(৬ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট: সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই (৪৫) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দীঘিরপার ৩ নম্বর পূর্ব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মাহতাব উদ্দিন মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে।

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। বাড়ির পাশের ছড়ায় মাছ ধরতে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সমুজ মিয়া (৩০)। তিনি ওই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

ভোলা: ভোলায় মা‌ঠে কাজ করার সময় বজ্রপা‌তে মো. ম‌হিবুল্লাহ (৪৫) না‌মের এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার (৬ মে) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে ‌ভোলার ই‌লিশা ও ব‌রিশা‌লের মে‌হেন্দীগ‌ঞ্জের বাহাপুরের মাঝামা‌ঝি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ম‌হিবুল্লাহ ভোলার পূর্ব ই‌লিশা ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের কালুপুর গ্রা‌মের মোস্তফা মিয়ার ছে‌লে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM