জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান

ভিনদেশ ডেস্ক :

গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে আহ্বান জানিয়েছেন ১৮ দেশের নেতারা।

- Advertisement -

এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই আহ্বান জানিয়েছেন তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

- Advertisement -google news follower

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে এই জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন, ২০০ দিনের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে হামাস। তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেখানে আমাদের নাগরিকও রয়েছেন।

- Advertisement -islamibank

বিবৃতিতে জোর দিয়ে তারা আরও বলেন, অবিলম্বে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় আনা হবে। শুধু তাই না, গাজায় যুদ্ধবিরতি দীর্ঘ করতে হবে। এটি গাজাজুড়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহ করতে সহায়তা করবে। তাছাড়া এটা সহিংসতার অবসান ঘটাবে।

তারা বলেন, চলমান সমঝোতার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সাধুবাদ জানাই। যাতে আমাদের জিম্মিরা দ্রুত বাড়ি ফিরে আসতে পারেন।

ইসরায়েল ধারণা করছে, ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহৃত প্রায় ২৫০ জনের মধ্যে ২৩৯ জন গাজায় রয়ে গেছেন। যাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী বার্তা সংস্থাটি জানিয়েছে, হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৩৪ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM