র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, পাহাড়তলীতে গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (২০ এপ্রিল) চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত চাঁদার নগদ ৪৪ হাজার ৪শ ৫০ টাকা উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতারকৃতরা হলো- চাদাঁ আদায়ের মূলহোতা মো. শফি (৫৮), সহযোগী মো. আবুল কালাম আজাদ (৫৪), মো. রাশেদ (৩২) ও মো. শাকিল (২৮)।

রোববার (২১ এপ্রিল) বেলা পৌনে ১০ টার দিকে র‌্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -islamibank

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে ৪-৫ বছর ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সিএনজি অটোরিক্সা, বাস, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।

বিভিন্ন সময় র‌্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে থেকে নম্বর লিখে টোকেন সরবরাহ করে থাকে।

এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকিসহ ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ি থেকে ২০ টাকা হতে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় থাকে বলে স্বীকার করেছে।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, তাদের কাছে গোপন সোর্সের মাধ্যমে খবর আসে পাহাড়তলী এলাকায় র‌্যাবের নাম ভাঙিয়ে জনৈক মো. শফি ও তার লোকজন বিভিন্ন বাস, টেম্পু ও সিএনজি অটোরিক্সা চালকদের গাড়ি থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে।

এমন খবরে গতকাল শনিবার অভিযান চালানো হয়। অভিযানে মূলহোতা মো. শফিসহ ৪ জনকে গ্রেফতার করে র‌্যাবের টিম। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM