কালুরঘাটে পানির রিজার্ভ ট্যাংকে পড়ে কর্মচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় কাদের ট্রেডিং কোম্পানির লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে দুর্ঘটনায় মারা গেছে এক কর্মচারী।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে প্রতিষ্ঠানের পানির রিজার্ভ ট্যাংক থেকে গোসলের পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

নিহত কর্মচারীর নাম হাবিবুর রহমান (৫৫)। সে পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ওই রিজার্ভ ট্যাংক থেকে হাবিবের মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

- Advertisement -islamibank

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গেল বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে ওই প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের মোট নয়টি গাড়ি গিয়ে ভোর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM