চট্টগ্রামে নামল এক পশলা স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আজ (বৃহস্পতিবার) ভোরের আলো ফুটতেই আকাশে মেঘের ঘনঘটা দেখা মিলছিল। খানিকক্ষণ পরে শুরু হয় ঝোড়ো বাতাস। সঙ্গে ছিল বিদ্যুৎ চমকানি আর তীব্র বজ্রপাত। এ সময় নামে এক পশলা স্বস্তির বৃষ্টিও

- Advertisement -

স্থানভেদে এদিন ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টির স্থায়িত্ব ছিল।

- Advertisement -google news follower

এদিকে, তীব্র গরমে একটুখানি বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলে চট্টগ্রামবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।

সম্প্রতি তীব্র দাবদাহের কারণে মানুষ এতদিন আকাশপানে বৃষ্টির আশায় তাকিয়ে ছিল।

- Advertisement -islamibank

মো. ওমর ফারুক সুমন নামে এক ছাত্রলীগ নেতা ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে স্বস্তির বৃষ্টিতে সবাই একটু নিশ্বাস নিচ্ছে। তোমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে?’

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার মো. আবদুল বারেক বলেন, চট্টগ্রামে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার। আজ দুপুর এবং বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM