মুজিবনগরে থাকছে তিন স্তরের নিরাপত্তা বলয়

দেশজুড়ে ডেস্ক :

ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। একাত্তরের এই দিনে মুজিবনগরের আমবাগানে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার।

- Advertisement -

দিবসটি উপলক্ষে মুজিবনগরে আসবেন মন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারাও থাকবেন। চলছে মঞ্চ তৈরির কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়।

- Advertisement -google news follower

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম বাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র।

শপথ নেয়ার পর সেই বৈদ্যনাথতলা পরিণত হয় আজকের মুজিবনগরে। তখন থেকেই দিনটি পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস নামে।

- Advertisement -islamibank

করোনা মহামারীর পর এবার বড় পরিসরে মেহেরপুরে পালন করা হবে দিনটি। তাই চলছে মুজিবনগর স্মৃতিসৌধ ধোয়ামোছার কাজ।

সাজানো হচ্ছে পাশের শেখ হাসিনা মঞ্চ, ১৭ এপ্রিল সকালে এখানেই কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাবেশ হবে।

দিনটি উপলক্ষে শেষ মুহুর্তের নানা আয়োজনে ব্যস্ত জেলা প্রশাসন। আর নিরাপত্তা রক্ষায় বিশেষ নজর রাখছে পুলিশ।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সর্বস্তরের মানুষকে আহবান জানিয়েছে জেলা প্রশাসন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM