কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

দেশজুড়ে ডেস্ক :

সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

- Advertisement -

দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের শরীরের ২০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

- Advertisement -google news follower

দগ্ধরা হলেন-আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের মালিক মো. ইউসুফ, তার বন্ধু নাহিদ ও টেইলার্সের মাস্টার আনসার আলী।

এদের মধ্যে ইউসুফ ও নাহিদকে এনাম মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন আনসার আলী সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM