হারল আর্সেনাল

প্রিমিয়ার লীগ/শিরোপার লাগাম এখন ম্যান সিটির হাতে

খেলাধুলা ডেস্ক :

প্রিমিয়ার লীগের শিরোপার সমীকরণ পাল্টে গেল রাতারাতি। গতকাল পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে আর্সেনাল ও লিভারপুলের পেছনে ছিল ম্যানচেস্টার সিটি

- Advertisement -

তবে ২৪ ঘন্টার ব্যবধানে দুই দলকে পেছনে ফেলে এখন শিরোপার লাগাম পুরোপুরি নিজেদের হাতে নিল পেপ গার্দিওলার দল। স্বপ্নের মতো লীগের ৩১ তম রাউন্ড কেটেছে বর্তমান শিরোপাধারীদের।

- Advertisement -google news follower

গতকাল নিজেদের ম্যাচে লুটনকে ৫-১ ব্যবধানে জিতে লীগ টেবিলে শীর্ষে উঠেছিল হল্যান্ডের সিটি। তবে আজ লিভারপুল ও আর্সেনালের যে কেউ নিজেদের ম্যাচে জয়ে পেলেই স্কাই ব্লুজদের হারাতে হত শীর্ষস্থান।

অপ্রত্যাশিতভাবে আজ হেরেছে দুই দলই। ক্রিস্টাল প্যালসের বিপক্ষে সাত বছর হারের স্বাদ পায় লিভারপুল। এরপর অ্যাস্টন ভিলার কাছে হারে গানার্সরা।

- Advertisement -islamibank

এমিরেটস স্টেডিয়াম ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে গানার্সরা।আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও ম্যাচের বেশিরভাগ সময় ছিল গোলশূন্য সমতায়।

ড্র’য়ের দিকে এগোতে থাকা ম্যাচে শেষের পাঁচ মিনিটে ঝড় তোলে ভিলা। ৮৪তম মিনিটে লুইস বেইলির গোলে লিড নেওয়ার তিন মিনিট পরেই ব্যবধান দিগুণ করেন ভিলার ইংলিশ ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স।

দুই প্রতিদ্বন্দ্বীর হারে শীর্ষস্থান মজবুত হল সিটির। ৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে তিনে লিভারপুল।

৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভিলা। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানের জন্য তীব্র লড়াইয়ে আছে টটেনহ্যাম হটস্পার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM