এফএ কাপে ম্যানচেস্টার সিটির নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

ইতিহাদে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২–০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল।

- Advertisement -

এর আগে, চলতি মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড। কোনোটিতেই জয় সহজে আসেনি সিটির কাছে। প্রিমিয়ার লিগের দুই লেগ ও লিগ কাপের ম্যাচগুলোতে ব্যবধান ছিল ১–০, ৩–২ আর ১–০।

- Advertisement -google news follower

তবে এফএ কাপের সেমি-ফাইনালে জায়গা করার জন্য খুব সহজেই ম্যাচটি জিতে নিয়েছে সিটি। দলের হয়ে দুটি গোলই করেছেন বের্নার্দো সিলভা, দুটিই প্রথমার্ধে।

ম্যাচের ১৩ মিনিটে, রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর গোলমুখে শট নেন সিলভা। এরপর ম্যাচের ৩১ মিনিটে রুবেন দিয়াজ সিলভাকে বল দিলে বাঁ পায়ে শট নিয়ে গোল করেন এই পর্তুগীজ মিডফিল্ডার।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM