কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের আরও চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -google news follower

আসামিরা হলেন—রুমার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), কুহালং ইউনিয়নের লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউনিয়নের মিথুসেল বম প্রকাশ আমং (২৫) ও বান্দরবান সদর ইউনিয়নের লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে আদালতের নিবন্ধন শাখার পুলিশ কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, ‘রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে আদালতে হাজির করেন। আদালত তাদের চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -islamibank

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এ পর্যন্ত ৬৫ জনকে আটটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM