৩ দিনে রাজধানী ও আশপাশে ২১২ দুর্ঘটনা, নিহত ৮

অনলাইন ডেস্ক

ঈদের আগের রাত থেকে শনিবার দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় ২১২টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯২টিই মোটরসাইকেল দুর্ঘটনা।

- Advertisement -

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের টিকিট কাউন্টারের রেজিস্টার থেকে এ তথ্য পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

- Advertisement -google news follower

গত বুধবার রাত ৮টার দিকে ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় তানজিলা আক্তার (২০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন রাত সাড়ে দশটার দিকে নরসিংদীর মাধবদীতে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ফালান নামের এক যুবককে জরুরি বিভাগে আনা হলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

- Advertisement -islamibank

ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলশান ২ নম্বর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা শিকদার (২৭) নামে এক নার্স নিহত হন। স্বজনরা জানিয়েছেন, তিনি ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

একই দিন রাত পৌনে ৮ টার দিকে রাজধানীর ডেমরার বামৈরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হন। রাত সাড়ে ৯টায় নরসিংদী সদরের জেনারেল হাসপাতালের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান মো. সায়হাম (২২)।

ঈদের পরের দিন শুক্রবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ঢাকা–মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন ইন্টারনেট কেব্‌ল মিস্ত্রি কামরুল। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে রাত সাড়ে ৮ টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুলের বাবা রনি মিয়া জানান, মাত্র ১৭ দিন আগে নতুন মোটরসাইকেল কিনেছিলেন কামরুল।

এর ঠিক আড়াই ঘন্টা পর রাত এগারোটার দিকে স্বামীর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ঢাকা মাওয়া হাইওয়েতে বাসের ধাক্কায় আহত হন মাসুমা আক্তার ডলি ও হালিম মিয়া। পরে ডলিকে ঢাকা মেডিকেলে আনা হলে মৃত ঘোষণা করা হয়। হালিম মিয়া গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রাত সাড়ে বারোটায় দিকে মাওয়া ঘাটে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত যুবক মো. খায়রুল হাসান দিহানকে (২০) ঢাকা মেডিকেলে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিহানের খালা নাসরিন বলেন, ‘রাতে মাওয়া ঘাট এলাকায় ঘুরতে গিয়েছিল দিহান। এ সময় সে নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। তখন দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হলে রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাগ্নে আর বেঁচে নেই।’

দুর্ঘটনার কারণ হিসেবে ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল বা গাড়ি চালানোকে দায়ী করছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘ঈদের ছুটিতে রাজধানীর সড়ক ফাঁকা থাকার সুযোগে অনেকেই অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি চালাচ্ছেন। এর ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ সব দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই কিশোর। এদের বেশিরভাগের বয়সই ২০ এর নিচ। তারা ঈদের ছুটিতে রাজধানীসহ পার্শ্ববর্তী রাস্তাঘাট ফাঁকা পেয়ে যে যার মত চালাচ্ছে মোটরসাইকেল। ফলে বেড়েছে দুঘর্টনার সংখ্যা।’

আসাদুজ্জামান বলেন, ‘আমাদের হাসপাতালে সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের ছুটি বাদ দিয়ে এই হতাহতদের চিকিৎসায় ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। এবারই প্রথম ঈদে একসঙ্গে এত বেশি হতাহত রোগী আশায় ট্রলিসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের কিছুটা সংকট দেখা দিলেও আমরা আমাদের নিরলস চেষ্টায় সংকট মোকাবিলা করেছি।’

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে এমনিতেই রাস্তাঘাট ফাঁকা থাকে। এই সুযোগে মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এই দুর্ঘটনায় পতিত হয়েছে বলে তাদের স্বজনদের কাছ থেকে জানা গেছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন।’

এ সব দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলো ব্যবস্থা নেবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM