সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ প্রবাসীর

প্রবাসী ডেস্ক :

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে অন্তত চারজন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

শনিবারের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে বাংলাদেশি রয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

- Advertisement -google news follower

সৌদি আরবের সংবাদমাধ্যম আল মারসাদের বরাতে গালফ নিউজ বলছে, তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যান উল্টে যায়। সামনে জায়গা সঙ্কুলান না হওয়ায় শ্রমিকেরা সবাই গাড়ির পেছনে বসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, জেদ্দা থেকে ফিরছিলেন শ্রমিকেরা। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি।

- Advertisement -islamibank

খবর পাওয়ার পরপরই শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। দুর্ঘটনার সঠিক কারণ স্পষ্ট নয়।

সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে সৌদি আরবে। তা সত্ত্বেও দেশটিতে প্রায়ই এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

চলতি মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হয়।

সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪ হাজার ৫৫৫ জন মানুষ মারা যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM