ফুটপাত বেদখল, চসিকের মামলা খেল ৭ জন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চৌধুরীনগর আবাসিক এলাকায় সড়ক দখল করে দোকান নির্মাণ এবং ফুটপাতের উপর গাড়ির গ্যারেজ দেওয়ায় সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। পাশাপশি তাদের ৪২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (২৪ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

- Advertisement -google news follower

চসিক সূত্রে জানা গেছে, নগরের ফুটপাত ও সড়ক বেদখলমুক্ত করতে সংস্থাটি পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণা অনুসারেই নগরের বায়েজিদ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় বায়েজিদের চৌধুরী নগরে সাত জনকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়ক দখল করে দোকান নির্মাণ ও গাড়ির গ্যারেজ বসানোর দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যহত থাকবে।

- Advertisement -islamibank

অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM