নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন: দেড়শতাধিক দোকান পুড়ে ছাই

দেশজুড়ে ডেস্ক :

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রোববার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -

এর আগে শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -google news follower

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে গেছে কাঁচাবাজারের দেড় শতাধিক দোকান।

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, বাজারে রাসায়নিক পদার্থ ও অকটেনের দোকান ছিল। এসব দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মনে করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, এখানে কেমিক্যালের দোকান, গাড়ির পার্টসের দোকান, মুদি দোকান, মিষ্টি দোকান, টিন দোকান ও ফার্মেসিসহ প্রায় দেড়শ দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা বলছেন, আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। গাউছিয়া কাঁচা বাজারের পাশেই রয়েছে একটি কাপড়ের মার্কেট।

ঈদকে কেন্দ্র করে মার্কেটটিতে অনেক কাপড় মজুদ করা হয়। সৌভাগ্যক্রমে সেই মার্কেটটিতে আগুন লাগেনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM