মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে চেন্নাইয়ের শুভসূচনা

অনলাইন ডেস্ক

আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচেই ঝলক দেখালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিধ্বংসী বোলিংয়ে জয়ের ভিত গড়ে দিলেন চেন্নাই সুপার কিংসকে। যে ভিতের ওপর দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছে চেন্নাই।

- Advertisement -

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জিতেছে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে। জয়ের নায়ক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

- Advertisement -google news follower

লক্ষ্য ছিল ১৭৪। রান তাড়ায় রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস।

এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারেল মিচেল দলকে অনেকটা পথ এগিয়ে দেন। রাহানে ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান। টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন।

- Advertisement -islamibank

সেখান থেকে রবীন্দ্র জাদেজা আর ইমপ্যাক্ট প্লেয়ার (মুস্তাফিজের বদলি) শিভাম দুবে ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ বের করে নেন। জাদেজা ১৭ বলে ২৫ আর দুবে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের পরও ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু।

৭৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অনুজ রাওয়াত আর দিনেশ কার্তিক ৫৭ বলে বেঙ্গালুরুকে এনে দেন ৯৫ রান। কার্তিক ২৬ বলে ৩৮ আর রাওয়াত ২৫ বলে করেন ৪৮ রান।

নিজের প্রথম তিন ওভারে রীতিমতো কাঁপালেন প্রতিপক্ষ ব্যাটারদের। বিরাট কোহলিসহ আউট করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৪ ব্যাটারকে। ৩ ওভারে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ছিল ৩-০-১৪-৪। শেষ ওভারে অবশ্য একটু খরুচে ছিলেন। তবু সবমিলিয়ে ম্যাচের সেরা বোলার মুস্তাফিজই।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ঝোড়ো শুরু করে বেঙ্গালুরু। প্রথম ৪ ওভারে তারা তোলে ৩৭ রান।

রানের গতি কমাতে ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারেই ঝলক মুস্তাফিজের। তৃতীয় বলে পান উইকেটের দেখা।

মারকুটে শুরু করেছিলেন ফ্যাফ ডু প্লেসি। কাটারে বেঙ্গালুরু অধিনায়ককে ডিপ পয়েন্টে ক্যাচ বানান মুস্তাফিজ। ২৩ বলে ৩৫ রানের থামে ডু প্লেসির ঝড়। দুই বল পর আরও এক উইকেট মুস্তাফিজের। মুস্তাফিজের সুইং বুঝতে না পেরে ব্যাটে লাগিয়ে এজ হন রজত পাতিদার (০), সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ওভারে ২ উইকেট নিয়ে মুস্তাফিজের খরচ মাত্র ৪ রান।

১২তম ওভারে ফের মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক। এবারও দুর্দান্ত বোলিং মুস্তাফিজের। বিরাট কোহলি মারতে গিয়েছিলেন ছক্কা। কিন্তু বাউন্ডারিতে রাহানে আর রাচিন দুজন মিলে দারুণ বোঝাপড়ায় নেন ক্যাচ। ২০ বলে ২১ করে ফেরেন কোহলি।

ওই ওভারেই আরেক সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে দুর্দান্ত কাটারে বোল্ড করেন মুস্তাফিজ। ২২ বলে গ্রিনের ব্যাট থেকে আসে ১৮ রান। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট শিকার ফিজের। ২ ওভারে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট!

মাঝখানে রান বিলিয়েছেন থিকসানা-দীপক চাহাররা। ১৭তম ওভারে আবার মুস্তাফিজের শরণাপন্ন চেন্নাই। এবার উইকেট না পেলেও কাটার মাস্টার খরচ করেন মাত্র ৭ রান।

দলের ১৯তম ও মুস্তাফিজের শেষ ওভারটি অবশ্য ভালো হয়নি। একটি ছক্কা ও চারসহ ওই ওভারে ১৬ রান দিয়ে ফেলেন বাঁহাতি এই পেসার। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে মুস্তাফিজের শিকার ৪ উইকেট।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM