ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

প্রতিবেশী ডেস্ক :

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে দেশটির রাজধানী ইসলামাবাদ, লাহোর ও তার আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে এই কম্পন অনুভূত হয়।

- Advertisement -google news follower

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল।

উল্লেখ্য, চলতি ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে মোট চারটি ভূমিকম্প হলো পাকিস্তানে।

- Advertisement -islamibank

ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার আগের মাস জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল দেশটিতে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM