নদীতে জাটকা ধরার অপরাধে ১৩ জেলে আটক

দেশজুড়ে ডেস্ক :

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ১৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

- Advertisement -

এ সময় এক হাজার ৫শ মিটার কারেন্ট জাল, ১৪টি চায়না চাই ও মাছ ধরার পাঁচটি কাঠের নৌকা জব্দ করা হয়।

- Advertisement -google news follower

আটক জেলেরা হলেন-শাহজালাল বন্দুকশী (২৭), মোহাম্মদ জাকারিয়া (১৯), মো. সাগর (১৯), মো. আল-আমিন (১৩), শাহাদাত হোসেন (১২), আমিনুদ্দিন বেপারী (৩২), মো. বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭) ও নুরুল হক (৫৫)।

শুক্রবার চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -islamibank

জেলেদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল ও নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি মো. কামরুজ্জামান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM