চাঁন্দগাওয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ: নিহত ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চাঁন্দগাও থানা এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোর নিহত ও একই ঘটনায় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হামিদচর শাহজী মাজার সংলগ্ন নির্মানাধীন বেড়ী বাঁধের ওপর এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত মো. রিয়াদ (২০) বালুছড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন বাবু (২১), হাসান (২৫), কাশেম (৫৫), সোহেল (২৮), ইলিয়াস (২০), রুবেল (৩৫)।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

- Advertisement -islamibank

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল নামে এক সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ বেড়িবাঁধ এলাকার মানুষ। এই বাবুলের নেতৃত্বে কয়েকটি কিশোর গ্যাং ছিনতাই চাঁদাবাজি করে আসছিল। এসব ঘটনায় স্থানীয়রা প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানায়।

এর জের ধরে একাধিক হত্যা মামলার আসামি বাবুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল ধারাল অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায়। হামলায় ৭ জন গুরুতর আহত হন। তাদের চমেক হাসপাতালে নেয়ার পথে রিয়াদ নামে একজন মারা যান।

চমেক ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তাফা জানান, রাত দেড়টার দিকে গুরুত্বর আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয় ৷ তাদের মধ্যে একজন মারা গেছে

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM