টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি মিলবে এবারের ঈদে

জাতীয় ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরে সাধারণত তিন দিন ছুটি থাকার কথা থাকলেও এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন। এতে সরকারি চাকুরেদের মধ্যে এখন থেকেই উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।

- Advertisement -

রোজা ৩০টি পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। এদিন সাধারণ ছুটি। এর আগে-পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা।

- Advertisement -google news follower

সে হিসাবে এবার ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি। পরদিন ১৩ এপ্রিল শনিবার সরকারি ছুটি। এর পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।

আর রোজা ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল। আর ছুটি শুরু হবে ৯ এপ্রিল থেকে। সে হিসেবে টানা ছয় দিন ছুটি মিলতে পারে।

- Advertisement -islamibank

এদিকে প্রতিবারের মতো এবারও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার। ইতোমধ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে রেলওয়ে। প্

রতি বছর ঈদের ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেওয়া হলেও এবার সাত দিনের টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে রেলওয়ের। আগামী ২৪ মার্চ থেকে ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু হবে।

আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM