মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

অনলাইন ডেস্ক

পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে বেগুন, শশা, লেবুসহ বেশ কিছু পণ্যের। রোববার (১০ মার্চ) মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এমনই সব অনিয়ম পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

- Advertisement -

সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ টাকা বৃদ্ধি পেয়ে গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ আর লম্বা বেগুন ৪০ থেকে ৪৫ টাকায়। লেবু প্রতি হালি ৬০ থেকে ৮০ টাকা আর শশা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। অভিযানের সময় কোনো দোকানেই মূল্য তালিকা ও রশিদ পাওয়া যায়নি। এমন বহু অনিয়ম পাওয়া গেলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সতর্ক করা হয় পাইকারি বিক্রেতাদের।

- Advertisement -google news follower

রমজান উপলক্ষে, এখন থেকে দিনের পাশাপাশি রাতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM