প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলকে অ্যান্ডারসন

অনলাইন ডেস্ক

৪২ ছুঁইছুঁই একজন পেসার টেস্টের মতো কঠিন আঙিনায় দাপটে খেলে যাচ্ছেন। জেমস অ্যান্ডারসন দেখিয়েছেন, পরিশ্রম আর পারফর্ম করতে পারলে বয়সটা কেবল একটা সংখ্যা মাত্র।

- Advertisement -

ক্রিকেট বিশ্বে অবিশ্বাস্য নজির গড়া অ্যান্ডারসন এবার রেকর্ডবইও লিখলেন নতুন করে। আজ (শনিবার) টেস্ট ক্রিকেটের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

- Advertisement -google news follower

চলতি ধর্মশালা টেস্টে অ্যান্ডারসনের ৭০০তম উইকেট হয়ে ইতিহাসের সঙ্গী হয়েছেন কুলদীপ যাদব। এই ক্লাবে পৌঁছাতে অ্যান্ডারসনের লেগেছে ১৮৭ টেস্ট।

পেসার হিসেবে প্রথম, সবমিলিয়ে টেস্ট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন অ্যান্ডারসন। তার আগে এই ক্লাবে পা পড়েছে কেবল দুজনের-শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন আর অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

- Advertisement -islamibank

সাবেক অফস্পিনার মুরালিধরন ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে। মুরালি একাই কেবল এই ৮০০ উইকেটের ক্লাবে। দ্বিতীয় স্থানে থাকা প্রয়াত অসি লেগস্পিন কিংবদন্তি ওয়ার্ন ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট।

অ্যান্ডারসন যেভাবে ছুটছেন, তাতে ওয়ার্নকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM