ভারতের মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪

ভিনদেশ ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশে পিকআপ উল্টে ১৪ জন ‍নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন।

- Advertisement -

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে প্রদেশটির ডিন্ডোরি জেলার বাডজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

- Advertisement -google news follower

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে ফিরছিল।

পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -islamibank

দুর্ঘটনায় কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের পুলিশ ও স্থানীয়রদের সহযোগিতায় নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পিকআপটি বাডজার গ্রামের কাছাকাছি পৌঁছে হঠাৎ এদিক সেদিক করতে শুরু করে। বাহনটিতে থাকা লোকজন একেক দিকে ছিটকে পড়েন।

এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM