যে কারণে ডিবি কার্যালয়ে হিরো আলম

দেশজুড়ে ডেস্ক :

করোনাকালে বিতর্কিত ডা. সাবরিনা ও মুশতাক-তিশা দম্পতির পর বইমেলা থেকে দুয়োধ্বনিতে বের হয়ে যাবার পর আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ডিবি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়েছেন তিনি।

- Advertisement -google news follower

হিরো আলম বলেন, একজন মানুষকে শুধু বইমেলা নয়, যে কেউ, যে কোনো স্থান থেকে বের করে দিতে পারে না।

সেখানে বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে, যেটা আমার কাছে ইভটিজিং বা উত্যক্ত করার পর্যায়ে মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি।

- Advertisement -islamibank

বিষয়টি ডিবি প্রধান হারুন ভাইকে লিখিতভাবে অবহিত করবো। বিষয়টির একটা সুরাহা করা উচিত।

উল্লেখ্য, গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনিতে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য হন তিনি।

জানা গেছে, বিকেল ৪টার দিকে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করেছিলেন তিনি।

হঠাৎ একদল দর্শনার্থী তাকে ‘ভুয়া, ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে তিনি নিজেই বইমেলা থেকে বের হয়ে যেতে উদ্যত হন।

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে বেষ্টনী দিয়ে তাকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করেন। হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব’।

এর আগে, গত (৯ ফেব্রুয়ারি) দুয়োধ্বনির মুখে অমর একুশে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা দম্পতি। এরপরে একই কাণ্ড ঘটে ডা. সাবরিনার সঙ্গেও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM