ঢাকাকে হারিয়ে তৃতীয় পজিশনে বরিশাল

অনলাইন ডেস্ক

তামিম ইকবালের মাইলফলক স্পর্শ করার ম্যাচে দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে নিজেদের নবম ম্যাচে পঞ্চম জয় পেল বরিশাল। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে চারে নামিয়ে তৃতীয় পজিশনে উঠে গেল বরিশাল।

- Advertisement -

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ৩১তম ম্যাচে দুরন্ত ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে বরিশাল।

- Advertisement -google news follower

আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। দলের হয়ে ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম এদিন ৪টি ছক্ক হাঁকানোর মধ্য দিয়ে বিপিএলে প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করেন। এর আগে বিপিএলে ১৩৭টি ছক্কা হাঁকান ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

- Advertisement -islamibank

বরিশালের বিপক্ষে ১২০ বলে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বরিশালের দুই তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদের বোলিং তোপের মুখে পড়ে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের ৪৯ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যালেক্স রোস।

বরিশালের ২৭ রানের জয়ে ৩টি করে উইকেট নেন সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM