প্রশ্ন প্রধানমন্ত্রী হতে চান? উত্তরে যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক :

২০২৩ সাল থেকেই গুঞ্জন, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই জল্পনা নিজেই উস্কে দিয়েছিলেন।

- Advertisement -

দ্বারকায় গিয়ে জানিয়েছিলেন, কৃষ্ণের আশীর্বাদ থাকলে নির্বাচনে লড়বেন। এমনিতেই পদ্ম শিবিরের ঘনিষ্ঠ তিনি। রাতদিন প্রধানমন্ত্রীর গুণগান তাঁর কণ্ঠে।

- Advertisement -google news follower

প্রথমে শোনা যাচ্ছিল, নিজের জন্মস্থান হিমাচল প্রদেশ থেকে দাঁড়াবেন কঙ্গনা। পরে শোনা যায়, বিজেপির জেতা জায়গা চণ্ডীগড় আসনেই দাঁড়াবেন তিনি।

সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হন কঙ্গনা। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও পরিকল্পনা আছে কি না!

- Advertisement -islamibank

উত্তরে কঙ্গনা বলেন, ‘‘আমি শুধু ‘ইমার্জেন্সি’ নামে একটা সিনেমা করেছি। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না, কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।”

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের এক বিশেষ পর্ব অবলম্বনে তৈরি ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন কঙ্গনা নিজেই। ছবি বানাতে গিয়ে নিজের সব সম্পত্তি নাকি বন্ধক রাখতে হয়েছে তাঁকে।

২০২১-এ ‘ইমার্জেন্সি’ ছবির ঘোষণা করেন কঙ্গনা। ছবিতে দেশের অন্যতম চর্চিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’ খ্যাত অভিনেত্রী।

ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম চোপড়া, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন। চলতি বছরে মুক্তি পেতে চলেছে এই ছবি। সূত্র-আনন্দবাজার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM