রেল স্টেশনে বখাটের ঘুষিতে আনসার সদস্য নিহত

রাজশাহী রেল স্টেশনে বখাটে এক যুবকের ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী স্টেশনে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই যুবক তাকে ঘুষি মারলে ঘটনাস্থলেই পড়ে মারা যান। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।

- Advertisement -google news follower

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, আজ রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলেই মাটিতে পড়ে যান। রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। সিসি ক্যামেরা দেখা হচ্ছে। পুলিশ এসেছে।

আনসার ভিডিপির জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, মাইনুল ইসলাম রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসেবে কয়েকজন যুবক রেল স্টেশনে ঘোরাঘুরি করছিলেন।

এ সময় স্টেশন ম্যানেজার আব্দুল করিম ওই আনসার সদস্যকে স্টেশনে ঘোরাঘুরি করা ওই যুবক কারা ও পরিচয় নিশ্চিত হতে বলেন।

ম্যানেজারের নির্দেশে তিনি ওই যুবকদের কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ওই ৪-৫ যুবক আনসার সদস্যকে মারধর করে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য আনসার সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তবে এ ঘটনায় তিন জনকে আটক করে জিআরপি থানায় নেওয়া হয়েছে। তবে আনসার সদস্য মাইনুল ইসলামের মৃত্যু যাত্রীদের মারধরে হয়েছে নাকি হার্ট অ্যাটাকে হয়েছে সেটি পোস্টমর্টেমের পর বলা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM