দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

- Advertisement -

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং উজবেকিস্তানে ভারতের মনোনীত রাষ্ট্রদূত স্মিতা পন্ত।

- Advertisement -google news follower

দিল্লি সফরে ড. হাছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যুতে সহযোগিতা, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ইস্যু, তিন্তাসহ ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যু, সীমান্ত হত্যা, রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা কথা রয়েছে।

- Advertisement -islamibank

এদিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে মন্ত্রী জানান, দিল্লি সফরে মিয়ানমারের চলমান পরিস্থিতি তুলে ধরবেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM