বাঁশখালীতে মশার কয়েল থেকে আগুন, পুড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে মোহাম্মদ সালমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

- Advertisement -

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের মধ্যম গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের হাদির পাড়া এলাকায় কয়েলের আগুনে দগ্ধ হয় শিশু সালমান।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সালমান মানসিক প্রতিবন্ধি ছিলেন। সে ওই এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। তার মা রুমা আক্তারের ডিভোর্স হওয়ায় সে তার নানা বাড়িতে নানীর সাথেই থাকতেন।

মঙ্গলবার রাতে মশার কয়েল জ্বালিয়ে শিশুটিকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হয়েছিলেন নানী। রাত সাড়ে আটটার দিকে মশার কয়েলের আগুন শিশুটির গায়ে জড়ানো কম্বলে লেগে যায়। এতে ঘুমন্ত অবস্থায় শিশুটি দগ্ধ হয়।

- Advertisement -islamibank

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস শফিউল কবির মজুমদার বলেন, আগুনে শিশুটির শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়।

অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জেএন/পিআর

 

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM