ভারতকে ১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ রোববার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সাইফুল বারী টিটুর দল।

- Advertisement -

নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় ভারত শক্তিশালী দল। প্রথম ম্যাচে ভুটানকে তারা ১০-০ গোলে বিধ্বস্ত করে তার প্রমাণও রেখেছে। আজ বাংলাদেশেরও কঠিন পরীক্ষা নেয় দলটি। তাই নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল করতে পারেনি টিটুর শিষ্যরা। অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মোসাম্মাত সাগরিকা বাংলাদেশের জয়সূচক গোল করেন।

- Advertisement -google news follower

এ নিয়ে টানা দুই ম্যাচেই বাংলাদেশকে জেতালেন সাগরিকা। শুক্রবার একই মাঠে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা। আজ ভারতের বিপক্ষে তিনি করলেন মহামূল্যবান গোলটি।

আগামীকাল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। শেষদিন ভারতের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এখন ভারত-নেপাল অঘোষিত ‘সেমিফাইনাল’। অর্থ্যাৎ, ওই ম্যাচের বিজয়ী পাবে ফাইনালের টিকিট। তবে ড্র করলে ফাইনালে উঠবে ভারত। কারণ তারা গোলগড়ে নেপালের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। নেপাল আজ ১-০ গোলে হারায় ভুটানকে, অথচ এই দলটিকে ভারত হারায় ১০-০ গোলে।

- Advertisement -islamibank

চার দলের এই আসরে রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ৮ ফেব্রুয়ারি ফাইনাল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM