পাহাড় কাটার দায়ে শিল্পপতি নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পাহাড় কেটে কৃষি গবেষণাগার করার অভিযোগে চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান শিল্পপতি নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

- Advertisement -google news follower

মামলার অন্য আসামিরা হলেন, নাদের খানের কর্মচারী ও এস্কেভেটর ড্রাইভার গৌতম দাস, স্কেভেটর মেকানিক সমর পাল ও সুপারভাইজার ফয়সাল নেওয়াজ খান।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির ডলু এলাকায় হালদা অর্গানিক ফ্রুটস অ্যান্ড মডার্ন হর্টিকালচার কৃষি গবেষণাগারের নামে পাহাড়-টিলা কাটার সংবাদ পান তারা।

- Advertisement -islamibank

পরে সরেজমিনে পরিদর্শনে পাহাড়-টিলা কাটার সত্যতা পাওয়ায় ওই কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বাদী হয়ে ফটিকছড়ি থানায় হালদা অর্গানিক ফ্রুটস অ্যান্ড মডার্ন হর্টিকালচার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ৬(খ) ধারা ভঙ্গ করায় গত ২ ফেব্রুয়ারি ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, সরকারি অনুমতি ছাড়া পাহাড়-টিলা কেটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ লঙ্ঘনের অপরাধে নাদের খানসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM