পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও নিচে নামল ভারত

ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮ রানে হেরে বড় ধাক্কাই খেয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে পয়েন্ট টেবিলে তিন ধাপ নিচে নেমে বাংলাদেশেরও নিচে নেমেছে রোহিত শর্মার দল।

- Advertisement -

হায়দরাবাদ টেস্ট হারের পর টেবিলের দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া পাঁচ নম্বরে নেমেছে। পাঁচ খেলায় ২ জয়, এক ড্র ও ২ হারে তাদের গড় পয়েন্ট ৪৩.৩৩ শতাংশ।

- Advertisement -google news follower

২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের এক জয় ও এক হারে বাংলাদেশ ৫০ শতাংশ গড় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

ব্রিসবেনে রুদ্ধশ্বাস খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ রানে হারের পরও টেবিলের শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও এক হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট শতকরা ৫৫ শতাংশ। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড ৫০ শতাংশ গড় পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

- Advertisement -islamibank

পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ হারে শতকরা ৩৬.৬৬ শতাংশ গড় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের গড় পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। ভারতকে হারিয়েও আগের অষ্টম স্থানেই আছে ইংল্যান্ড।

শতকরা ২৯.১৬ গড় পয়েন্ট পেয়েছে বেন স্টোকসের দল। দুই ম্যাচের সবকটিতে পরাজিত হওয়ায় পয়েন্টের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে শ্রীলঙ্কা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM