ইসরায়েলি হামলায় গাজায় আরও এক সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন। খবর আল জাজিরা।

- Advertisement -

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলছে, স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার ঘটনা ঘটে। এতে ওই সাংবাদিকের মৃত্যু হয়।

- Advertisement -google news follower

এক বিবৃতিতে জানানো হয়েছে, এ নিয়ে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আরও অন্তত ৩১০ জন আহত হয়েছেন।

- Advertisement -islamibank

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে হাসপাতালটির ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।

অন্যদিকে ইসরায়েলের দাবি, ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মী গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ দাবির পর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাটির দেয়া সাহায্য স্থগিতের ঘোষণা দিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ।

তবে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। এ ধরনের সিদ্ধান্তকে তিনি অতিশয় বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM