গাজায় ইসরায়েলি হামলা: ২৪ ঘন্টায় ১৩২ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৩২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে রাত থেকে উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

- Advertisement -

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

গেল ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৪ হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ হাজার ৮০০ জনের বেশি।

অপর দিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

- Advertisement -islamibank

এদিকে গাজার ‘দ্রুত ও নিরাপদ’ সাহায্য অ্যাক্সেসের আবেদন জানিয়েছে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা। সংস্থাগুলো জানিয়েছে— অবরুদ্ধ অঞ্চলটিতে দুর্ভিক্ষ অত্যাসন্ন। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি রোগ বিস্তারের মুখোমুখি রয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বলেছে, উত্তর সিরিয়া ও কুর্দিস্তানের ইরবিলে আক্রমণ করা হয়েছে। কারণ এসব এলাকা ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM