ফটিকছড়ির দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ উপজেলার নানুপুর ও খিরাম ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

- Advertisement -

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফশীল অনুযায়ী প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে।

- Advertisement -google news follower

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। পরদিন প্রতীক বরাদ্দ এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষে আগামী ৯ মার্চ (শনিবার) এ দুটি ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রে ব্যালট এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নানুপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সৈয়দ ওসমান গনি বাবু। তিনি ২০২০ সালের ২৩ মে ইন্তেকাল করলে ২০২০ সালের ২০শে অক্টোবর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন চেয়ারম্যন নির্বাচিত হন মোহাম্মদ শফিউল আজম।

- Advertisement -islamibank

এদিকে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম ইউপি নির্বাচনে চেয়ারম্যন নির্বাচিত হন মোহাম্মদ সোহরাব হোসেন সৌরভ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM